কালকিনিতে বিশ্ব খাদ্য দিবস উদ্যাপন মাদারীপুর / 
“গ্রামীন দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি” এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার প্রধান-প্রাধান সড়কে প্রদক্ষিন করে বর্নাঢ্য র্যালি শেষে স্থানীয় অফিসার্স কøাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান শাহিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নিরোধ বরমণ প্রমুখ।