Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় করোনা নিয়ন্ত্রণে সামাজিক উদ্বুদ্ধকরনে ইমামদের সাথে সাংসদের সভা মাগুরা

মাগুরায় করোনা নিয়ন্ত্রণে সামাজিক উদ্বুদ্ধকরনে ইমামদের সাথে সাংসদের সভা

সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ করতে মসজিদের ইমামদের ভুমিকা অপরিসীম। তিনি শুক্রবার মাগুরা জেলা আওয়ামীলীগ অফিসে মসজিদের ইমামদের সাথে এক উদ্বুদ্ধকরন সভায় বক্তৃতা দানকালে একথা বলেন। 

মাগুরা জেলার বিভিন্ন স্থানের মসজিদের ইমামগন এ সভায় অংশগ্রহন করেন। 

করোনা পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণে ধর্মিয় প্রতিষ্ঠানে ও পারিবারিক অনুষ্ঠানে জন সমাগম ও ভীড় পরিহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান তিনি। 

সভায় সংসদ সদস্য জানান, মাগুরায় বিভিন্ন দেশ থেকে আগত লোকদের কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদেরকে নিয়মিত তদারকি করা হচ্ছে। হতাশার কোন কারন নাই। সভা শেষে তিনি মাগুরার বিভিন্ন গ্রামে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কর্মহীন, দরিদ্র লোকদের বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য ও ত্রাণ সামগ্রী বিতরন করেন।