Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

যশোরে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত যশোর

যশোরে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

যশোর জেলার সদর উপজেলার সিঙ্গিয়া কলেজের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে। নিহতরা হলেন- বরিশাল শহরের পুরানপাড়া এলাকার সাবেক আর্মির হাবিলদার ইনসান আলী (৫২) এবং তার মেয়ে ফারজানা আক্তার সুমী (১৯)। 

আজ (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

যশোরের নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইনসান আলী পরিবারের সদস্যদের সঙ্গে খুলনা নিরালা আবাসিক এলাকায় বসবাস করতেন। শুক্রবার সকালে মেয়ের পড়ালেখা সম্পর্কিত প্রয়োজনে নিজস্ব মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। পথে যশোর-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার সিঙ্গিয়া কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যশোর ট ০২-০৩৫৮) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।