Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা

কামরুলকে কারাগারে পাঠানের নির্দেশ আইন ও আদালতসিলেট

কামরুলকে কারাগারে পাঠানের নির্দেশ

শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (১৬ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

এর আগে বেলা ১০ টা ৫০ মিনিটে কামরুলকে আদালতে তোলা হয়। পৌশাচিকভাবে শিশু রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে সৌদি আরব থেকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয় ।

বেলা তিনটার দিকে কামরুলকে দেশে নিয়ে আসেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।