Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ আটক ২ টাঙ্গাইল

টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ আটক ২

টাঙ্গাইলের মির্জাপুর থেকে নাইন এমএম একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ দেলোয়ার হোসেন (৩৫) ও  রুবেল মিয়া (২৩) নামের দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন বেটিলিয়ন টাঙ্গাইল র্যাব-১২। বৃহস্পতিবার রাত আট টার সময় মির্জাপুর উপজেলার নবগ্রাম এলাকা থেকে পিস্তল, গুলি সহ তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের এরশাদ মোল্লার ছেলে ও রুবেল আজম বেপারী ওরফে দুদু মিয়ার ছেলে। টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোঃ মহিউদ্দিন ফারুকী  জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেলোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।