Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

মুন্সীগঞ্জে ৬ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন আ’লীগ নেতা কল্লোল মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ৬ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন আ’লীগ নেতা কল্লোল

মুন্সীগঞ্জে করোনা ভাইরাসের কবলে পরে দৈনন্দিন কাজ হারিয়ে অনিশ্চয়তায় থাকা অসহায় ৬’শ পরিবার খুঁজে খুঁজে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দিয়েছেন আওয়ামীলীগ নেতা মাহাতাব উদ্দিন কল্লোল

বুধবার (১ এপ্রিল) মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভা সহ পঞ্চসার, রামপাল, বজ্রযোগিনী ও মহাকালি ইউনিয়নের ছয় শতাধিক রিকশাচালক, অসুস্থ্য পরিবারসহ খেটে খাওয়া মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হয় খাবার সামগ্রী।

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দে’র ব্যানারে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের সার্বিক ব্যবস্থাপনায় চাল, ডাল, তেল, আলু, লবণ ও পিয়াজ ঘরে ঘরে  গিয়ে পৌঁছে দেয় মুন্সীগঞ্জের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।