Opu Hasnat

আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২০,

কুষ্টিয়ার সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে রাজনীতিকুষ্টিয়া

কুষ্টিয়ার সদর উপজেলা চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে বিএনপি নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ (১৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শফিউর রহমান এ আদেশ দেন। 

কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. অনুপ কুমার নন্দী জানান, নাশকতা মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ শফিউর রহমান প্রকৌশলী জাকির হোসেন সরকারের জামীন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। এসময় সেখানে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৭ জানুয়ারী তারিখে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া নামক স্থানে ধান বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় দায়ের করা মামলার তিনি অন্যতম আসামী ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর