Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বাগেরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য সামগ্রী নিয়ে জনগনের দ্বারে দ্বারে বাগেরহাট

বাগেরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য সামগ্রী নিয়ে জনগনের দ্বারে দ্বারে

বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য সামগ্রী নিয়ে জনগনের দ্বারে দ্বারে যাচ্ছেন। বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুন আর রশিদ এর এমন নির্দেশে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান উপজেলার ১৬টি ইউনিয়নের করোনায় কর্মহীন মানুষের জরুরী খাদ্য সহায়তা প্রদানের মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন। বুধবার দুপুরে ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের, ১৬নং খাউলিয়া ইউনিয়ন ও ১১নং বরহবুনিয়া ইউনিয়ন, ১৪নং বারইকালী ইউনিয়নের করোনায় কর্মবিমুখ প্রতিটি ইউনিয়নের ৩৫টি পরিবারের মধ্যে খাদ্য সমগ্রী বিতারন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রঞ্জন চন্দ্র দে, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো; নাসির উদ্দিন, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী, বারইখালী ইউনিয়নে চেয়ারম্যান শফিকুর রহমান লাল, খাউলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম রিপন তালুকদার ও ইউপি সদস্যবৃন্দ। ইতোমধ্যে সরকারের তরফ থেকে এ উপজেলায় ৭ মেট্রিকটন চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে।