Opu Hasnat

আজ ২২ মে মঙ্গলবার ২০১৮,

শুক্রবার শুরু হচ্ছে ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস বিনোদনকুষ্টিয়া

শুক্রবার শুরু হচ্ছে ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় পাঁচদিন ব্যাপী বাউল সম্রাট লালন শাহ্ এর ১২৫তম তিরোধান দিবস। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও লালন একাডেমীর আয়াজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাঁচদিনব্যাপী এ তিরোধান দিবস উদ্বোধন করবেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। 

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। 

দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি। 

তৃতীয় দিনে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার। 

চতুর্থ দিনে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ। 

সমাপনী দিনে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ পাঁচদিনব্যাপী লালন তিরোধান দিবস সমাপ্ত করবেন। 

প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে তিরোধান দিবসে থাকবে লালনের স্মৃতিচারণ করে আলোচনা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন গ্রামীণ মেলা।

ইতোমধ্যেই মাজার প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করে এক বর্ণিল পরিবেশের সৃষ্টি করেছে একাডেমী কর্তৃপক্ষ। ভক্ত অনুসারীরা আগে থেকেই লালন আখড়ায় জায়গা করে নিতে শুরু করেছে। আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল, সাধু আর বিদেশি লালনভক্ত অনুরাগীরা।

লালন একাডেমীর সার্বিক তত্বাবধায়ক (খাদেম) মোহাম্মদ আলী জানান, ‘মরমী এ সঙ্গীত সাধকের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে তার সাধন-ভজনের তীর্থস্থান ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবের পল্লিতে। দেশ-বিদেশ থেকে লালনভক্ত, বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের এখানে আগমন ঘটেছে।

এদিকে লালনের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। 

লালন একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, তিরোধান দিবসকে কেন্দ্র করে লালন মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে সেখানে মোবাইল কোর্ট এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

এছাড়া পুলিশের পাশাপাশি সেখানে পর্যাপ্ত পরিমানে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।