Opu Hasnat

আজ ৩০ মে বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ী সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ঘটানোর লক্ষ্যে ৫ দিন ব্যাপী মুখোশ নির্মান কর্মশালা বিনোদনরাজবাড়ী

রাজবাড়ী সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ঘটানোর লক্ষ্যে ৫ দিন ব্যাপী মুখোশ নির্মান কর্মশালা

রাজবাড়ী জেলার সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ঘটানোর লক্ষ্যে ৫ দিন ব্যাপী মুখোশ নির্মান কর্মশালা জেলা সদরের সেগুন বাগান মঙ্গলনাট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী মঙ্গলনাটের সাধারন সম্পাদক ফকির জাহিদুল ইসলাম রুমন জানান, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ঘটানোর লক্ষ্যে রাজবাড়ী জেলা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক সংগঠনের মোট ১ শত সদস্য নিয়ে এই কর্মশালা গত ১১ অক্টোবর শরু হয়েছিল যা আনুষ্ঠানিক ভাবে শনিবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হবে। এই প্রশিক্ষনে প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন শিল্পি, নাট্যকার ও চলচিত্র নির্মাতা সুমন সরকার, আর সহ-কারী প্রশিক্ষক এর দ্বায়িত্ব পালন করেন হাসান প্রধান।