Opu Hasnat

আজ ২৮ মে বৃহস্পতিবার ২০২০,

বনপাড়া ছাত্রলীগ নেতার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ নাটোর

বনপাড়া ছাত্রলীগ নেতার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান পিয়াসের উদ্যোগে নিম্ন আয়ের বিভিন্ন পেশার ৫ শতাধিক ব্যাক্তিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে। 

সোমবার সকালে বনপাড়া পৌরসভা চত্বরে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ভ্যান চালকদের মুখে মাস্ক পড়িয়ে ও হাতে সাবান বিতরন  করে এ কার্যক্রম শুরু করেন। পরে ছাত্রলীগ কর্মীরা বনপাড়া বাজারের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের ব্যাক্তিদের মাঝে মাস্ক ও সাবান বিতরন করেন। 

এসময় বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এড.মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান  সহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।