Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুষ্টিয়ায় জ্বর-শ্বাসকষ্টে ইজিবাইক চালকের মৃত্যু, আতঙ্ক কুষ্টিয়া

কুষ্টিয়ায় জ্বর-শ্বাসকষ্টে ইজিবাইক চালকের মৃত্যু, আতঙ্ক

কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ঐ ইজিবাইক চালক গত তিনদিন ধরে শ্বাসকষ্ট, সর্দি ও গলাব্যাথা রোগে ভুগছিলেন। তবে এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ব্যক্তির আসেপাশের বেশ কয়েকটি বাড়ী লকডাউন করেছেন সদর উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত নই। তবে পরিবারের কাছ থেকে জানা গেছে তিনি শ্বাসকষ্ট, সর্দি-জ্বর, গলাব্যথা অনুভব করছিলেন। 

তিনি আরো বলেন, ঐ ব্যক্তির মরদেহ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। মৃতদেহ থেকে করোনা ভাইরাস আছে কিনা এজন্য নমুনা সংগ্রহ করা হবে। তবে মরদেহ কিভাবে দাফন হবে তা আইইডিসিআর এর সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন চৌধুরী জানান, খবর পাওয়ার পরেই আমরা মৃত ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছি। সেই সাথে ওই এলাকায় জনগণের চলাচল ও সীমিত করা হয়েছে।