Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

করোনা : জীবানুনাশক পানি ছিটানোসহ হ্যান্ডবিল বিতরণ করেছেন বাগেরহাট পুলিশ বাগেরহাট

করোনা : জীবানুনাশক পানি ছিটানোসহ হ্যান্ডবিল বিতরণ করেছেন বাগেরহাট পুলিশ

বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবেলায় যখন মানুষ হিমসিম খাচ্ছে তখন সারাদেশের ন্যায় বাগেরহাট জেলাসহ বিভিন্ন উপজেলায় মানুষের মাঝে করোনা সচেতনতা ও জীবানুনাশক পানি ছিটিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ। 

রোববার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার  বিভিন্ন সড়কে জীবানুনাশক পানি ছিটিয়ে, মাস্ক, জন-সাধারণকে সচেতন করতে হ্যান্ডবিল বিতরণ করেছেন। 

এসময় তার সাথে ছিলেন, শরণখোলা, মোরেলগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড: শাহ্ ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: মনিরুল হক তালুকদার, মোরেলগঞ্জ থানা অফিসার্স ইচার্জ কে এম আজিজুল ইসলাম, শরণখোলা থানার ওসি এস, কে আব্দুল্লাহ আল সাঈদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকনসহ জেলা উপজেলা পুলিশের সদস্যগন। 

এসময় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, আমরা সবাইকে ঘরে থাকার জন্য বলছি। এছাড়া সবাই যেনো করোনা মোকাবেলায় সচেতন হয় সেজন্য আমরা এই কার্যক্রম চালাচ্ছি। 

এর আগে শরণখোলা থানা পুলিশ মটরসাইকেলে মাইকিং করে একটি মহড়ায় অংশ নেয়।

এই বিভাগের অন্যান্য খবর