Opu Hasnat

আজ ১ জুন সোমবার ২০২০,

করোনায় ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি: আইইডিসিআর স্বাস্থ্যসেবা

করোনায় ২৪ ঘণ্টায় কেউ আক্রান্ত হয়নি: আইইডিসিআর

গত ২৪ ঘণ্টায় দেশে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি। 

রোববার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান। 

এসময় ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। তাই নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। মৃত্যুও হয়নি। 

এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন বলেও জানান ডা. ফ্লোরা।