Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

ফরিদপুরে আটকে পড়া ১৯৮ শ্রমিককে বাড়ী পাঠালো সাংসদ ফরিদপুর

ফরিদপুরে আটকে পড়া ১৯৮ শ্রমিককে বাড়ী পাঠালো সাংসদ

উত্তরবঙ্গ থেকে ফরিদপুর জেলায় কাজের সন্ধানে এসে আটকে পড়া ১৯৮ শ্রমিককে বাড়ী ফেরার ব্যবস্থা করলো স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম জানান, দিনাজপুর, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা থেকে কাজের সন্ধ্যানে আসা এসব মানুষ করোনার কারণে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ী ফিরতে না পেয়ে ফরিদপুর শহরতলীর ব্রাহ্মণকান্দা এলাকায় অবস্থান করছিলেন। কয়েকদিন কাজ না থাকায় তাদের কাছে টাকা পয়সাও ছিলো না। এ খবর জানার পর স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে সাউথ লাইন পরিবহনের তিনটি বাস যোগে তাদের নিজ এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবার বেলা একটার দিকে তাদের বহনকরা বাসগুলো ছেড়ে যায় উত্তরবঙ্গের উদ্দেশ্য।