Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

মোরেলগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর নামে সড়ক উদ্বোধন মুক্তিবার্তাবাগেরহাট

মোরেলগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর নামে সড়ক  উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডারের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। বারইখালীর চেীধুরী কাছারি এ সংযোগ সড়কের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন। 

আজ (১৫ অক্টোবর) এ সড়কের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে ডাঃ মোজাম্মেল হোসেন এমপি বলেন, মুক্তিযোদ্ধারা আমদের গর্ব ও অহংকার। তাদের জন্ম না হলে এদেমের জন্ম হতো না। শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করেছে। সর্বোপরি মুক্তিযোদ্ধাদের এ ভাতা বৃদ্ধি করায় তাদের সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। 

বারইখালী ইউপি চেয়ারম্যান আউয়াল খান মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনা (ভূমি) মো. নাজমুল হুদা। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, সাবেক চেয়ারম্যান উপজেলা আওযামীলীগ সহ-সভাপতি শফিকুর রহমান লাল, মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডারের পুত্র আবুল কালাম আজাদ দুলাল প্রমুখ।