Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সুপার পাওয়ারের লোভে // সৈয়দা রুখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

সুপার পাওয়ারের লোভে // সৈয়দা রুখসানা জামান শানু

কিছুতেই থামছে না
থামানো যাচ্ছে না
উন্নতর স্বাস্থ্য খাত  ইতালির 
তবে কেন করোনার আঘাতে
চাপা কান্নার সংখ্যা মৃত্যুপুরিতে 
এসব কি গবেষণায় পাওয়া যাবে
গোটা ইতালি ধ্বংসের পাঁয়তারা করেছে
চামড়ার সাথে ভাইরাস রপ্তানি করে
ভিডিও কলে ডাক্তারি সহযোগিতা চলে।

বছরের পর বছর তৈরী করে
করোনা রেখেছে ল্যাবরেটরিতে
এ রাসায়নিক অস্ত্র দিয়ে
নিজের ঘর কিছুটা পুড়িয়ে
গোটা বিশ্বকে ছারখার করে
নেতৃত্বের স্থান দখল করতে
যাওয়া ছাড়া আর কি হতে পারে?

এখন আর সময়ের প্রয়োজনে 
ঐক্য হলো না কারোর জীবনে
বিভেদ ভুলে বিভেদ বাড়লো যে
সবি ছিল সুপার পাওয়ারের লোভে
সুকৌশলী তৃতীয় বিশ্বযুদ্ধের
উন্নত দেশমূহের দূর্বল ক্ষেপনাস্ত্রের
জবাবে বায়োলজিক্যাল মারণাস্ত্র।

লেখনীর স্থান: দৈনিক যুগান্তর সৈয়দপুর কার্যালয়.
২৬/০৩/২০২০খ্রি: বৃহস্পতিবার, রাত্রি ৮টা ৪০মিনিট।