Opu Hasnat

আজ ১৪ জুলাই মঙ্গলবার ২০২০,

দিনভর খানসামায় জীবাণুনাশক স্প্রে দিনাজপুর

দিনভর খানসামায় জীবাণুনাশক স্প্রে

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুরের খানসামায় দিনভর জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাকেরহাট ও খানসামা বাজারে পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে স্প্রে করা হয়।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মো.রোকনুজ্জামান জানান, করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে এবং জনগণকে সচেতন করা হচ্ছে নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় যুবকদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর