Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

পাইকগাছায় প্রশাসনের হস্তক্ষেপে ১টি গরু হাট ও ৩টি মৎস্য মার্কেট বন্ধ খুলনা

পাইকগাছায় প্রশাসনের হস্তক্ষেপে ১টি গরু হাট ও ৩টি মৎস্য মার্কেট বন্ধ

পাইকগাছায় প্রশাসনের হস্তক্ষেপে ১টি গরু হাট ও ৩টি মৎস্য মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল প্রথমে পাইকগাছা সদরে অবস্থিত মৎস্য মার্কেট, কাশিমনগর মৎস্য মার্কেট, বাঁকা মৎস্য মার্কেট ও কপিলমুনি গরু হাট অনিদিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। 

এছাড়া নতুন বাজার, গদাইপুর, আগড়ঘাটা বাজার সহ বিভিন্ন বাজারে চাউলের দোকান গুলোকে মূল্য নির্ধারন বোর্ড টানানো, চাউলের মূল্য বৃদ্ধি না করা, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিপলেট বিতরন করা হয়।