Opu Hasnat

আজ ১৫ আগস্ট শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

আফগানিস্তানে আইএসের হামলায় নিহত ২৫ আন্তর্জাতিক

আফগানিস্তানে আইএসের হামলায় নিহত ২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ২৫ জন নিহত হয়েছে। ৮ জন আহত হয়েছেন এবং ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার হামলার এ ঘটনা ঘটে।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীরের ভারতীয় অংশে মুসলিমদের সঙ্গে দিল্লির আচরণের প্রতিশোধ হিসেবে এ হামলাটি চালানো হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুরুদুয়ারাটিতে ২৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন এবং ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।  

আফগানিস্তান পার্লামেন্টে শিখদের প্রতিনিধিত্বকারী সদস্য নরেন্দ্র সিং খালসা জানান, হামলার সময় গুরুদুয়ারাটিতে ২০০ জনের মতো লোক ছিল বলে খবর পেয়েছেন তিনি। তিন আত্মঘাতী বোমারু ধর্মশালায় প্রবেশ করে। ধর্মশালা তখন প্রার্থনাকারীতে পূর্ণ ছিল, তখনই হামলা শুরু করে তারা।

শিখ সম্প্রদায়ের লোকজনের ভাষ্যমতে, দিনটি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে শুরু হয়েছিল, মন্দিরেই বাস করা শতাধিক লোক ভোর ৬টা থেকে প্রার্থনা শুরু করে, বাইরে থেকেও অনেকে এসে যোগ দেয়। ঘণ্টাখানেক পর মন্দিরের প্রবেশ পথে হামলাকারীরা এক রক্ষীকে খুন করায় প্রার্থনায় বাধা পড়ে, এরপরই তারা গুলি শুরু করে আর প্রার্থনাকারীরা আশ্রয়ের জন্য মন্দিরের এদিকে ওদিকে পালাতে শুরু করে।

৩০ বছর বয়সী প্রত্যক্ষদর্শী গুরনাম সিং বলেন, ‘শিশুরা আতঙ্কিত হয়ে কান্না ও চিৎকার শুরু করে, এখনও কাঁদছে তারা। এ ঘটনা ভুলবে না তারা, তাদের মানসিক অবস্থা ভালো নেই।’

তিনি বলেন, ‘হামলাকারীরা সিঁড়িতে এসেই নারীদের হত্যা করা শুরু করে। আমার ভাইপো চিৎকার করে আমাকে বলে, ‘চাচা, নিচে চলে যান’, আমি নিচে নামার চেষ্টা করতেই তারা আমার ভাইপোর মাথায় গুলি করে।’

এর আগেও আইএস দক্ষিণ এশিয়া অঞ্চলে শিখদের ওপর হামলা চালিয়েছিল।

আফগানিস্তানে থাকা নেটো মিশনের এক কর্মকর্তা জানান, গুরুদুয়ারার হামলা প্রতিরোধ ও অভিযানে আফগানিস্তানের বাহিনীগুলোই নেতৃত্ব দিয়েছে, নেটো কিছু পরামর্শ ও সহযোগিতা দিয়েছে।