Opu Hasnat

আজ ১ এপ্রিল বুধবার ২০২০,

কঠোর অবস্থানে প্রশাসন : মাস্ক মাস্ট, জরুরী প্রয়োজন ছাড়া বেরুনো মানা রাজবাড়ী

কঠোর অবস্থানে প্রশাসন : মাস্ক মাস্ট, জরুরী প্রয়োজন ছাড়া বেরুনো মানা

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে এবার কঠোর অবস্থানে প্রশাসন। বুধবার বিকেল থেকে জেলার প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও রাজবাড়ীতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য।

সেনাবাহিনীর সদস্যরা জেলা শহর ছাড়া গ্রাম অঞ্চলে টহল অব্যহত রেখেছে। এছাড়াও ঔষুধ ও কাচাবাজার ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

বুধবার বিকেলে মোড়ে মোড়ে অবস্থানরত পুলিশ সদস্যদের কড়া অবস্থানে দেখা গেছে। এ সময় মাস্ক ও হ্যান্ডগোব পড়া না থাকলে তাদের কান ধরে উঠবস করানো হচ্ছে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক অনেক কিছু করা হয়েছে। এখন জাতীয় স্বার্থে কঠোর না হয়ে উপায় নেই।