Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

গত ২৪ ঘন্টায় ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে

ফরিদপুরে করোনা সচেতনতা ও নির্মূলে চলছে নানা উদ্যোগ ফরিদপুর

ফরিদপুরে করোনা সচেতনতা ও নির্মূলে চলছে নানা উদ্যোগ

ফরিদপুরে করোনা সচেতনতা ও নির্মূলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে চলছে নানা কর্মসূচি। এরই মাঝে ফরিদপুরে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২৭ জনকে। বর্তমানে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩৯৭জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৩৯৮জনকে। 

এদিকে ফরিদপুর শহর জুড়ে গতকাল থেকে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ হতে ফরিদপুর ফায়ার সার্ভিসের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জনগনের মাঝে মাস্ক, সাবান সহ লিফলেট বিতরন করা হয়। সেনাবাহিনী পুলিশকে সাথে নিয়ে বুধবার থেকে জেলায় তাদের টহল শুরু করেছে।