Opu Hasnat

আজ ১ এপ্রিল বুধবার ২০২০,

গত ২৪ ঘন্টায় ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে

ফরিদপুরে করোনা সচেতনতা ও নির্মূলে চলছে নানা উদ্যোগ ফরিদপুর

ফরিদপুরে করোনা সচেতনতা ও নির্মূলে চলছে নানা উদ্যোগ

ফরিদপুরে করোনা সচেতনতা ও নির্মূলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে চলছে নানা কর্মসূচি। এরই মাঝে ফরিদপুরে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২৭ জনকে। বর্তমানে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩৯৭জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৩৯৮জনকে। 

এদিকে ফরিদপুর শহর জুড়ে গতকাল থেকে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ হতে ফরিদপুর ফায়ার সার্ভিসের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জনগনের মাঝে মাস্ক, সাবান সহ লিফলেট বিতরন করা হয়। সেনাবাহিনী পুলিশকে সাথে নিয়ে বুধবার থেকে জেলায় তাদের টহল শুরু করেছে।

এই বিভাগের অন্যান্য খবর