Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কুষ্টিয়ায় দুই ভাইকে দেড় লাখ টাকা জরিমানা কুষ্টিয়া

কুষ্টিয়ায় দুই ভাইকে দেড় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় প্রায় দুই হাজার একশো মন মসুরের ডাল মজুত করার দায়ে দুই সহোদর ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। 

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান জানান, শহরের মধ্যে সবচেয়ে বড় ডাল ব্যবসায়ী হলেন বৈদ্যনাথ সাহা ও তার ভাই স্বপন সাহা। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির সময়ে তারা মসুর ডাল মজুদ করছিলেন। খুরচা বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি করার লক্ষ্যে তারা এ মজুদ করছিলেন।  

বুধবার তাদের গুদামে গিয়ে দেখা যায়, বৈদ্যনাথ সাহার গুদামে ৬০০ মণ ও স্বপন সাহার গুদামে ১ হাজার ৫০০ মণ মসুর ডাল মজুত। অথচ এই ডাল বিভিন্ন মিলে ভাঙিয়ে দোকানে সরবরাহ করার কথা ছিল। বাজারে ডালের সংকট সৃষ্টি করার দায়ে বৈদ্যনাথ সাহাকে ৫০ হাজার টাকা ও স্বপন সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।