Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ কক্সবাজার

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান ও জিপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছেন সাতজন। নিহতরা হলেন- খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), সদরের ঈদগাঁও এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার হাজীপাড়ার আনোয়ার হোসেন (৭০)।

আজ (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে তিনজনকে ডুলাহাজারার মালুমঘাটে খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।