Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

রাজবাড়ীতে সকল হোটেল রেস্তরা ও চায়ের দোকান বন্ধ রাজবাড়ী

রাজবাড়ীতে সকল হোটেল রেস্তরা ও চায়ের দোকান বন্ধ

রাজবাড়ীতে করোনা ভাইরাসের বিস্তৃতি কমাতে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে জেলার সকল প্রকার হোটেল, রেস্তরা ও চায়ের দোকান বন্ধ ঘোষনা করা হয়েছে। সেই সাথে জরুরী প্রয়োজন ছাড়া টানা ১০ দিন ঘর থেকে বের না হওয়ার অনুরোধও জানিয়েছে প্রশাসন।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। এখন আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেল থেকে জেলার সকল হোটেল, রেস্তরা ও চায়ের দোকান বন্ধ ঘোষনা করা হয়েছে। জরুরী প্রয়োজন না থাকলে ঘর থেকে বাহির না হওয়ার অনুরোধ করা হয়েছে। এবং গন পরিবহন চলাচল সীমিত করা হয়েছে।

এদিকে সোমবার পর্যন্ত ৬৯ জন নতুনসহ মোট ৪২১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

এই বিভাগের অন্যান্য খবর