Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

পাইকগাছায় গরুর হাট বন্ধ রাখার নির্দেশ, চায়ের দোকান বিকাল ৫ টার পর বন্ধ খুলনা

পাইকগাছায় গরুর হাট বন্ধ রাখার নির্দেশ, চায়ের দোকান বিকাল ৫ টার পর বন্ধ

পাইকগাছায় করোনা ভাইরাস সুযোগ নিয়ে দ্রব্যমুল্য বৃদ্ধি না করতে নির্দেশ এবং করোনা ভাইরাস সচেতন মুলক স্বাস্থ্য শিক্ষা ও লিফলেট বিতরন করা হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা সেনেটারী ইন্সেপক্টের ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল উপজেলার গড়ই খালী হাট, আলমতলা, মিনাজ, বাইনতলাসহ পাইকগাছা পৌরসদরের বিভিন্ন দোকারপাটে যেমন নিত্য প্রয়োজনীয় চাউল, পিয়াজ, রসুন, ডাল, লবন, তেল সহ বিভিন্ন মালামাল মূল্য বৃদ্ধি না করার জন্য নির্দেশ দেন। 

এছাড়া মঙ্গলবার গরুর হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। চায়ের দোকান বিকাল ৫ টার পরে বন্ধ। কর্মকর্তা উদয় কুমার মন্ডল জানান, জেলা প্রসাশকের নির্দেশ মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।