Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

কুষ্টিয়ায় ঋণের কিস্তি স্থগিত করলো প্রশাসন কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঋণের কিস্তি স্থগিত করলো প্রশাসন

করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার কারণে কুষ্টিয়ায় এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৩মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ওবায়দুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি থেকে পাঠানো স্মারকে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের নেতিবাচক প্রভাবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ শ্রেণিকরণ ও ঋণ আদায় সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম (জোরপূর্বক) স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ করলে তা গ্রহণ করা যাবে।

এছাড়া করোনা সতর্কতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামুলক ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া আগামী ২৫ মার্চ থেকে জেলা থেকে দুর পাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা এবং হাটবাজেরর উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা প্রশাসক।