Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

মুন্সীগঞ্জে ৫০ মন জাটকাসহ আটক তিন মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ৫০ মন জাটকাসহ আটক তিন

মুন্সীগঞ্জের সদরের মুক্তারপুরের চীন মৈত্রী সেতুর উত্তর পাশের টোল প্লাজার সামনে থেকে ট্রাক বোঝাই ২ টন জাটকা ইলিশসহ তিন জনকে আটক করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ২ হাজার কেজি ঝাটকাসহ ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাক ড্রাইভার আকরাম হোসেন এবং মাছের সাথে সিএনজিতে থাকা সামসুদ্দিন বেপারী ও মিস্টার মল্লিক নামের দুই জনজনকে গ্রেফতার করে নৌ-পুলিশ।

নির্বাহী ম্যাজিট্রেট শেখ মেজবাহ -উল - সাবেরিন সহকারী কমিশনার (ভূমি) জানান, জাটকা মাছগুলো বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় বন্টন করা হয়েছে। এর সাথে আটক হওয়া তিন জনকে ৫০০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মাছ বহণকারী মামা ভাগিনা পরিবহনের ঢাকা মেট্রো - ন ১৭ - ৮১১০ গাড়িটি ফারিতে আটক রাখা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর