Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

নড়াইলে চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের ঝটিকা অভিযান ও মতবিনিময় নড়াইল

নড়াইলে চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের ঝটিকা অভিযান ও মতবিনিময়

নড়াইলে করোনা ভাইরাসকে পূজি করে অসৎ উদ্দেশ্যে চালের মজুদ  ও কৃত্রিম ভাবে দাম বৃদ্ধি ঠেকাতে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ যৌথ উদ্যোগে জেলার মিল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ঝটিকা অভিযান পরিচালনা করেছে। 

সোমবার (২৩ মার্চ) সকালে নড়াইল পৌরসভার মহিষখোলার মের্সাস মিথি রাইচ মিলে ঝটিকা অভিযান পরিচালনা শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা  খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান, সদর খাদ্য গুদামের ওসিএলএসডি তরুন, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান মিঠু প্রমুখ । 

এসময় উপস্থিত ছিলেন নড়াইল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, ডিবি পুলিশের এসআই সৈয়দ জমারত হোসেন প্রমুখ। বক্তব্যদানকালে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজার অস্থিতিশীল করলে তাদের বিরূদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।