Opu Hasnat

আজ ৩১ মার্চ মঙ্গলবার ২০২০,

হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করায় সৈয়দপুরে ১ ব্যবসায়ীর অর্থদন্ড নীলফামারী

হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করায় সৈয়দপুরে ১ ব্যবসায়ীর অর্থদন্ড

ভারত থেকে ফিরে আসা এক ব্যবসায়ী হোম কোয়ারেন্টানে না থেকে দোকানদারী করছিলেন। ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে (২৩ মার্চ) নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে অবস্থিত ওই ব্যক্তির প্রতিষ্ঠানে গিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

ভ্রাম্যমান আদালত সূত্র হতে জানা যায়, মো. আসিফ আমীর (৫৫) নামের সুতা ব্যবসায়ী ভারত থেকে গত ১৮ মার্চ এসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা চালিয়ে আসছিলেন। হোম কোয়ারেন্টিনের আদেশ অমান্য করে ব্যবসা ও লোকসমাগমে মিশে যান। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত দোকান ঘরেই আটক করে তাঁকে এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করে পুণরায় হোম কোয়ারেন্টিনে পাঠান ভ্রাম্যমান আদালতের বিচারক।

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, এ পর্যন্ত ৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে কেউ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।