কালকিনিতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা নারী ও শিশু /  মাদারীপুর / 
স্বামীর সঙ্গে অভিমান করে বুধবার দিবাগত রাতে মাদারীপুরের কালকিনিতে রেভা বেগম-(২২) নামের এক গৃহবধু গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিন মাইজপাড়া গ্রামের সুজন হোসেনের স্ত্রী রেভা বেগমের সাথে পারিবারিক বিষয নিয়ে তার স্বামীর সাথে ঝগড়া বিবাদ হয়। ঘরের সবাই রাতে ঘুমিয়ে পড়লে এ সুযোগে গলায় ওড়না জড়িয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে গৃহবধূর মৃত দেহ উদ্ধার করেন।