Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল রাজনীতি

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল

করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

করোনা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে এখনো আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে অনেক। এসব থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেন, করোনাভাইরাসকে যুদ্ধ হিসেবে বিবেচনা করে চলমান ক্রান্তিলগ্নে সবাইকে যাবতীয় নিয়ম নীতি মেনে নিজে বেঁচে থেকে অন্যকে বাঁচাতেও তৎপর থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, পিপিই ও অন্যান্য সরঞ্জামে ঘাটতি আছে তবে এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। কিছুই নেই এটা বলা যাবে না।

মন্ত্রী বলেন, বিআরটিসির সব বাসের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলে যাত্রীসেবা দিতে নির্দেশ দেয়া হয়েছে।