Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

কালকিনিতে গণজমায়েত ও দোকানপাট বন্ধ ঘোষনায় রাস্তাঘাট ফাঁকা মাদারীপুর

কালকিনিতে গণজমায়েত ও দোকানপাট বন্ধ ঘোষনায় রাস্তাঘাট ফাঁকা

করোনা ভাইরাসের সংক্রমনের উদ্বেগের মেধ্যে এবার মাদারীপুর কালকিনিতে গণজমায়েত ও সকল দোকানপাট বন্ধের ঘোষনা দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে এ ঘাষনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এ ঘোষনার পরপরই সোমবার ভোর থেকেই আতঙ্কে উপজেলার সদরসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন এলাকা প্রায়ই জনশুন্য দেখা গেছে। এ ছাড়া চারিদিকে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে উপজেলাবাসীর মাঝে আতঙ্কের ছাপ পড়েছে। এদিকে কালকিনি থানা পুলিশ সাধারন মানুষেকে নিরাপদে রাখার স্বার্থে উপজেলা সদরসহ বিভিন্নস্থানে টহল বসিয়েছেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন,  উপজেলার চায়ের দোকান থেকে শুরু করে যেসব দোকানে গনজমায়েত হয়, সেগুলো বন্ধ ঘোষনা করা হয়েছে। কেই এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।