Opu Hasnat

আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

খানসামা থানায় নতুন ওসি’র যোগদান দিনাজপুর

খানসামা থানায় নতুন ওসি’র যোগদান

দিনাজপুরের খানসামা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ কামাল হোসেন।  

গত ১৯ মার্চ খানসামা থানার বিদায়ী ওসি আ. মতিন প্রধানের কাছ থেকে নবাগত ওসি শেখ কামাল হোসেন দায়িত্ব ভার গ্রহণ করেন।

নবাগত ওসি শেখ কামাল হোসেন জানান, আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে খানসামাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত কর। এজন্য আমি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এর আগে নবাগত ওসি ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।