Opu Hasnat

আজ ২১ সেপ্টেম্বর সোমবার ২০২০,

নটরডেম বিজনেস ক্লাবের আয়োজনে

“প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ১৬-১৭ অক্টোবর অর্থ-বাণিজ্যশিক্ষা

“প্রাণ ফ্রুটো ১ম বিজনেস ফেস্ট বাংলাদেশ ১৬-১৭ অক্টোবর

আমরা মনে করি প্রতিটি বিষয় এর সৃজনশীলতা বিকাশ পায় তা প্রকাশ এর মাধ্যমে। এবং ব্যবস্যায় শিক্ষা বর্তমান বিশ্বের সব চাইতে চাহিদাপূর্ণ বিষয় হওয়ার সাপেক্ষে এই বিষয় এর সৃজনশীলতা বিকাশের মঞ্চ সৃষ্টির এটি যথাপোযুক্ত সময়। এবং এটি শুরু হওয়া উচিৎ স্কুল এবং কলেজ থেকে।

আমরা বিশ্বাস করি যে এই ছকবাঁধা ধারণা পাল্টানোর এর জন্য আমাদের ক্লাবের লক্ষ্য (সিলেবাস এর বাহিরে মেধা বিকাশ) কে সকলের মাঝে ছড়িয়ে দেয়া উচিৎ। এই উদ্দেশ্যে “নটর ডেম বিজনেস ক্লাব”আগামী ১৬ ও ১৭ অক্তবর “নটরডেম কলেজ” প্রাঙ্গণ-এ “প্রাণ ফ্রুট বিজনেস ফেস্ট-২০১৫” এর আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সারা বাংলাদেশের প্রায় ষাট টি স্কুল ও কলেজ অংশ গ্রহণ করবে।

অনুষ্ঠানটিতে নবম, দশম, একাদ্বশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন এফবিসিসিআই এবং বেসিস এর মহাপরিচালক শামীম আহসান।  প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করবেন ইএসিএল ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এম এ মুবিন খান।

ইভেন্ট সমূহঃ

১। হিসাববিজ্ঞান অলেম্পিয়াড।

২। ম্যানেজমেন্ট অলেম্পিয়াড।

৩। বিজনেস জেনারেলনকেলজ অলেম্পিয়াড।

৪। ছবির এক্সিভিউশন।

৫। দেয়ালিকা।

৬। উপস্থিত ব্যক্তিতা।

৭। বিজনেস সমস্যা সমাধান (পাওয়ার পয়েন্টসহ)।

৮। কর্মশালা।

৯। রুবিক্সকিউভ প্রতিযোগিতা।

১০। সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইভেন্টের বিস্তারিত: https://www.facebook.com/events/1631500160424867/

Event Registration on: https://docs.google.com/forms/d/18Wv1dAqtzLd2PDE517nlV6pwhNyhGE3Q6mPBgT51sbU/viewform?c=0&w=1

এই বিভাগের অন্যান্য খবর