Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে করোনা ইস্যুতে বাজার মনিটরিং শুরু নেত্রকোনা

দুর্গাপুরে করোনা ইস্যুতে বাজার মনিটরিং শুরু

জেলার দুর্গাপুরে করোনা ভাইরাস ইস্যুতে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুর থেকে বাজার মনিটরিং শুরু হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর নেতৃত্বে একটি টিম শহরের বড় বাজারের পাইকারি আড়ৎ, খুচরা বাজারসহ চালের আড়তগুলো মনিটরিং করেন। ক্রেতাদের অভিযোগ, করোনার প্রভাবের কারণ দেখিয়ে ব্যবসায়ীরা গত কয়েকদিনে চাল, ডাল, পেঁয়াজ, রসুন সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেজিতে  ২০-৩০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। সবচেয়ে বেশি বাড়িয়েছে চালের দাম। গত কয়েকদিনে কেজি প্রতি ১০-১৫ টাকা পর্যন্ত বাড়ানোর অভিযোগে উপজেলা প্রশাসন এই মনিটরিং শুরু করেন।