Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

নড়াইলে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা নড়াইল

নড়াইলে করোনা প্রতিরোধে সচেতনতামূলক  প্রচার-প্রচারণা

নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক  প্রচার চালিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। একই সাথে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

শনিবার দুপুরে নড়াইল শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজার এলাকায় লিফলিট বিতরণ ও সচেতনতামূলক প্রচার চালান নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্দ জসিম উদ্দিন। এসময় নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, সাংবাদিক, বাজারের ব্যাবসায়ি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত হাতধোয়া, পরিস্কার পরিচ্ছন্নতা থাকা, বিদেশ থেকে কেউ আসলে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানানো হয়।  এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।