Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর রবিবার ২০২৩,

চট্টগ্রামে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রাম

চট্টগ্রামে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে গতকাল বুধবার সকালে প্রায় ৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের পর এবার সেখানেই মাছ ধরা নৌকা থেকে ৩৫ হাজার ইয়াবা পিস উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এগুলো উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার এম দুরুল হুদা জানান, মাছ ধরার নৌকা থেকে ইয়াবা উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।

এর আগে বুধবার সকালে বহিঃনোঙ্গরে মাছ ধরার নৌকা থেকে ৬ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের কর্মকর্তারা।