Opu Hasnat

আজ ২২ জানুয়ারী শুক্রবার ২০২১,

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা-পুত্র আহত খুলনা

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা-পুত্র আহত

পাইকগাছায় মটর সাইকেলে গরুর গোবর লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র রক্তাক্ত জখম হয়েছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিতার অবস্থা আশংকা জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। 

অভিযোগে জানাযায়, উপজেলা কমলাপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর ছেলে শরীফুলের মোটরসাইকেলে গরুর গোবর লাগিয়ে দেয় একই গ্রামের আহসান উল্লাহ, ইলিয়াস, বাপ্পী, যহর। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় কমলাপুর মৌখালী বাজার মসজিদের সামনে শরীফুল তাদের কাছে জানতে চাইলে তারা শরীফুলকে মারপিট করতে থাকে। এ সময় শরীফুলের পিতা আব্দুল হাকিম মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে দেখে তার ছেলে শরীফুলকে মারপিট করছে। হাকিম জানতে চাইলে তাকে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। 

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহত আব্দুল হাকিমের অবস্থা আশংকাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।