সিরিয়ায় আইএসের ৪০ স্থাপনায় ৪১টি রুশ বিমান হামলা আন্তর্জাতিক / 
বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুখই এসইউ-৩৪, এসইউ-২৪এম বোম্বারস ও এসইউ-২৫ এসএমের মিলিত হামলায় জঙ্গিদের কমান্ড সেন্টার, অস্ত্রভান্ডার ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে।
এছাড়া আরও উল্লেখ করা হয়, রুশ এ অভিযানে আলেপ্পো শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আইএসের মর্টার যুক্ত এসএউভি, জেডইউ-১৩ মডেলের শত্রু বিমান প্রতিরোধকারী কামান ধ্বংস হয়েছে।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়ে আইএস নির্মূলে গত ৩০ সেপ্টেম্বর বিমান হামলা শুরু করে রাশিয়া। বুধবার (১৪ অক্টোবর) ছিল এ অভিযানের ১৫তম দিন।