Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

সিরিয়ায় আইএসের ৪০ স্থাপনায় ৪১টি রুশ বিমান হামলা আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের ৪০ স্থাপনায় ৪১টি রুশ বিমান হামলা

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সুখই এসইউ-৩৪, এসইউ-২৪এম বোম্বারস ও এসইউ-২৫ এসএমের মিলিত হামলায় জঙ্গিদের কমান্ড সেন্টার, অস্ত্রভান্ডার ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে।

এছাড়া আরও উল্লেখ করা হয়, রুশ এ অভিযানে আলেপ্পো শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আইএসের মর্টার যুক্ত এসএউভি, জেডইউ-১৩ মডেলের শত্রু বিমান প্রতিরোধকারী কামান ধ্বংস হয়েছে।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ নিয়ে আইএস নির্মূলে গত ৩০ সেপ্টেম্বর বিমান হামলা শুরু করে রাশিয়া। বুধবার (১৪ অক্টোবর) ছিল এ অভিযানের ১৫তম দিন।