Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সনৎ বসু’র অণুগল্প ‘করোনা ভাইরাস’ শিল্প ও সাহিত্য

সনৎ বসু’র অণুগল্প ‘করোনা ভাইরাস’

কি করার ভেবে পাচ্ছেন  না  অমিতাভ সেন ৷ সমস্ত পৃথিবী ভয়ে কেঁচো ৷ কি করে নিরাসক্ত থাকেন তিনি ৷ চীন থেকে শুরু৷ একে একে ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স, জাপান,  কোরিয়া, ইউ এস এ ৷ কোভিট ১৯ এর  ভয়ে বিজ্ঞান জবুথবু ৷ বিশ্বজুড়ে মহামারীর ভ্রুকুটি ৷

আগামী সপ্তাহে ছেলে আসছে ফ্রান্স থেকে ৷ ইউ নি সেফের ডাক্তার ৷ ঝিল্লি আর কত অপেক্ষা করবে ৷ কল্লোল  বৌ নিয়ে ফিরে যাবে পরের মাসে ৷
কিন্তু ফ্রান্সেও তো করোনার থাবা ৷ ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও নাকি মুখ লুকিয়েছে সেল্ফ কোয়ারিন্টিনের গুহায় ৷

আজ ভোর সাড়ে চারটেয় প্লেন ল্যান্ড করবে ৷ লাউঞ্জে হাজির অমিতাভ, স্ত্রী নন্দিনী আর ঝিল্লি৷ ঠিক সময়ে মাটি ছুঁলো প্লেন ৷ মা আর প্রেমিকাকে দেখে হাত নাড়লো কল্লোল৷ সামনে পরীক্ষার মেশিন হাতে এয়ারর্পোর্টের প্রহরী ৷
কিন্তু নন্দিনী মুখে আঁচল ঢেকে কাঁদছে কেন!
কি হল?  অমিতাভ অবাক ৷

কত ক’রে বললাম ঝিল্লিকে নিয়ে তুই আফ্রিকার কোন দেশে চলে যা ৷নন্দিনীর কান্না থামে না৷
কি বললো?
বললো কোথায় যাবো মা ৷ পৃথিবীটাই যে ভাইরাসে ভরা ৷