Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

করোনার করুণার অভাবে // সৈয়দা রুখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

করোনার করুণার অভাবে // সৈয়দা রুখসানা জামান শানু

গিনেস বুকে উহান
নিবন্ধিত তোমার নাম
তুমি নাকি মৃত্যুপুরীর
নভেল করোনার আঁতুরঘর।

কথাটি বুঝে উঠার 
আগেই তুমি ধরনীর
বন্ধু আত্মীয় স্বজনের
বুকে চালালে তীর।

কোভিড-দু’হাজার উনিশ
বিশ্ব স্বাস্থের নজরে
এসে ধরা পড়ে
গেল ডিসেম্বর একত্রিশ।

তারপরেও ছিল বেহুঁশে 
কি রুখতে হবে  
একথা ভাবতে ভাবতে  
করোনা হানা দিতে
চলে বিশ্বময় ঘুরে
প্রাণঘাতী ভয় আতঙ্কে
করোনার করুণার অভাবে
শীর্ষ নেতাদের বিশ্বময়ে
প্রাণ গেল চলে।

উহান নগরীর অতিথী
স্যাটেলাইট ভ্রমনে মহামারি
একশো তিরাশিটি দেশে
রসদ শুষে নিয়ে
ভাইরাল শেডিং এ
পৃথিবী অবরুদ্ধ করে
ভয়াবহ অবস্থা করেছে।

খবরের কাগজ টেলিভিশন 
সবখানে একটি কথা 
মানতে হবে সাবধানতা
চিনের পরে ইতালি
সবচেয়ে বেশি ক্ষতি
কথাটি স্মরণ রেখে 
করমর্দন আর কোলাকোলি
পরিহার করতে হবে।

ঢাক ঢাক সবাই 
হাত মুখ কনুই
ফ্রান্সের আইনে নিষিদ্ধ
করা ইসলামি হিজাব 
ধর্মীয় আইনের নিকাব
বাঁচাবে করোনার আজাব।

করোনা ভাইরাস নিয়ে
গুজব ছড়িয়েছে অনেকে
ফেসবুকে পোস্ট দিয়ে
কেউ মোবাইলে জানিয়ে
থানকুনি পাতা খেলে
করোনা যাবে চলে।

ভিন্ন ভিন্ন রাস্ট্রে
ভিন্ন ভিন্ন আঙ্গিকে
সিল গালা করেছে
লকডাউন করেছে
শাটডাউন চলছে..
প্রবাসীর অশ্রুজল ঝরছে।

কতটা অসহায় লাগে
দেশ থেকে বিদেশে
ফোনে কথা হলে
তারা ভাবে আমাকে 
নিয়ে আমি তাদের নিয়ে
ততক্ষণে আমার দেশে
কলকারখানা বন্ধের পথে
লাখো শ্রমিক হয়েছে
ছাঁটাই এ কদিনে।

পৃথিবী থেমে গেছে
স্বাভাবিক জীবন যাপনে 
নিকষ আঁধার নেমেছে  
মানুষের চেনা জায়গাগুলোতে
পদচারণার মুখরতা হারিয়েছে
শিল্পখাতে ধ্বস নেমেছে।

আর্থিক ক্ষতি হয়েছে
পণ্যের দাম বেড়েছে
আমানি রফতানি শুণ্যে
মানছে না কোয়ারেন্টাইন  
বাড়ছে জরিমানা আইন
বায়ু দুষণ কমেছে 
সমুদ্র জল হয়েছে
চক চকে ক্রিস্টালে।

আজ মোরা প্রত্যেকে
শপথের বুলির সাথে
চলি প্রত্যকে এগিয়ে
নভেল করোনা রোধে
নিয়ম সব মেনে 
দূর্বার গতীতে চলতে
পারলে দূর হবে
অসীম দয়ালুর দয়ায়
অদৃশ্য আতঙ্কে হারিয়ে 
যাওয়া সব নীরবতা 
ভেঙ্গে দেশ সচল হবে।