Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু আন্তর্জাতিক

ইতালিতে করোনায় একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুপুরি ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইউরোপের এ দেশটিতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসের প্রভাবে এতোদিন চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ থাকলেও এখন ইতালি সবার উপরে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ হাজার ১৯৪ জন মারা গেছেন, যাদের অধিকাংশই চীন এবং ইতালির।

ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।