Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বেনাপোলে চাউল ও পেঁয়াজ ব্যবসায়ীদের ২৬ হাজার টাকা জরিমানা যশোর

বেনাপোলে চাউল ও পেঁয়াজ ব্যবসায়ীদের ২৬ হাজার টাকা জরিমানা

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বাজারে পেঁয়াজ ও চাউল এর দাম বেশি নেওয়ার কারনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩ ব্যবসায়ীকে ২৬হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল বেনাপোলে মনিটরিং কালে দ্রব্যমুল্যের দাম বেশী রাখার অভিযোগে মোশারেফ এন্টার প্রাইজকে ২০হাজার, শেখ এন্ড সন্সকে ৫ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। বেনাপোলের সকল ব্যাবসায়িদের সতর্ক করেন তিনি। এই অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বেনাপোলে পেঁয়াজ ও চাউলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারনে আমরা বাজার সহনশীর রাখতে অভিযান পরিচালনা করা হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে।