Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

মাগুরা জেলায় চলছে ৬১৪ টি পুজা মন্ডপে দূর্গা পুজার উৎসব মাগুরা

মাগুরা জেলায় চলছে ৬১৪ টি পুজা মন্ডপে দূর্গা পুজার উৎসব

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দূর্গোৎসবকে সামনে রেখে মাগুরা জেলার সর্বত্র পরিলক্ষিত হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। একদিকে চলছে প্রতিমা তৈরীর কাজ, রাত দিন ধরে প্রতিমা গড়ার কাজ করে যাচ্ছে ভাস্কর শিল্পীরা। অপরদিকে পুজা অনুষ্ঠানকে উৎসব মুখর পরিবেশে পালন করতে প্রস্তুতি নিচ্ছে হিন্দু ধর্মের আবাল বৃদ্ধ বনিতা। সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। জেলার ৪ উপজেলায় এবার ৬১৪  টি পুজা মন্ডপে প্রতিমা তৈরী ও সাজ সজ্জার কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২১৪ টি, শ্রীপুর উপজেলায় ১৩৫ টি, মহম্মাদপুর উপজেলায় ১২৩টি ও শালিখা উপজেলায়  ১৪২টি। ১৯ অক্টোবর ষষ্টীপুজার মধ্যদিয়ে দূর্গাপুজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, আর ২২ অক্টোবর বিজয়া দশমীর দিন শেষে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হবে দূর্গোৎসব। 

গত বছর জেলায় ৫৭৭ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়েিেছল। এবার গতবারের  তুলনায় প্রতিমার সংখ্যা বেশী হওয়ায় ভাস্কররা ব্যাস্ত সময় কাটাচ্ছেন। নির্ধারিত সময়ে শেষ করতে হবে প্রতিমা তৈরীর কাজ।  মাগুরা শহরের জামরুল তলা, থানার সামনে, ছানার বট তলা, বদ্দিবাড়ী, নিজনান্দুয়ালী সাতদোহা টেঙ্গাখালী, রাধানগর, নাকোল, লাঙ্গলবাঁধ পুজো মন্ডপ ঘুরে দেখা গেছে প্রতিমা নির্মানের কাজ শেষ এখন রং তুলির সুনিপুন কাজের মাধ্যমে দুর্গা প্রতিমার আসল রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছে ভাস্কর শিল্পীরা । ফরিদপুর থেকে এসেছেন ভাস্কর শিল্পী হরিপদ পাল। তিনি জানান, এবার মাগুরাসহ বিভিন্ন স্থানে ৯ টি প্রতিমা তৈরী করছেন । প্রতিটি প্রতিমা তেরীতে ২০ হাজার টাকার চুক্তি করেছেন।মাগুরা শ্রীপুর উপজেলার নহাটার অশোক পাল ৩০ হাজার টাকার চুক্তিতে তৈরী করছেন ৪ টি প্রতিমা। পুজো উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহরের দোকান পাট ও বিপনী বিতান গুলো সাজিয়েছে  নানান পন্যের পশরা নিয়ে। পুজার দিন এগিয়ে আসার সাথে সাথে কেনা কাটার ভীড় বাড়ায় শহরে লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে। শাড়ী কাপড়, ছিট কাপড়, গার্মেন্টসের দোকান, জুতা স্যান্ডেল, চুড়িমালার দোকনে চলছে জমজমাট কেনা কাটা । কে আগে ভাল জিনিষ কিনবে চলছে তার প্রতিযোগীতা। পুজার কেনা কাটার ভীড়ে শান্তি শৃখলা রক্ষার স্বার্থে শহরের বড় বড় শপিং মলের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ।  পুজা উৎসবকে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে আইন শৃংখলা রক্ষাকারী সংস্থা ইতিমধ্যে সকল পুজা মন্ডপে পুলিশ মোতায়েন সহ সতর্ক মূলক ব্যবস্থা গ্রহনের কাজ শেষ করেছে বলে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল­াহ জানিয়েছেন। জেলা প্রশাসন ইতিপূর্বেই মত বিনিময় সভার মাধ্যমে বিস্তারিত পদক্ষেপ গ্রহন করেছে। পুজা উৎযাপন কমিটির সভাপতি এড.প্রদ্যুৎ কুমার সিংহ দূর্গা পুজাকে সুষ্টভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।