Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ খুলনা

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

পাইকগাছায় কোস্টারের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল চালক হাসান ঘটনাস্থলে মারা গেছে। এ সময় আরো ২জন আহত হয়। বুধবার সন্ধ্যা ৭টায় পাইকগাছার জিরো পয়েন্ট নামক স্থানে ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে হাসান শেখ (৩০) প্রতিদিনের ন্যায় কাজ করে বাইসাইকেলযোগে বাড়ী ফেরার পথে জিরো পয়েন্টে পৌঁছালে খুলনা থেকে আগত দ্রুতগামী ঢাকা মেট্রো-চ-৫৬৪৭ নং গাড়ীটি তাকে চাপা দেয়। গাড়িটি ইজিবাইক ও কোস্টার চাপা দিয়ে একটি দোকানে ঢুকে যায়। গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। 

গাড়ীর ভিতরে থাকা যাত্রীরা জানায়, পথে মুল চালক নেমে গেলে হেলপার গাড়িটি স্ট্যান্ডে দ্রুত গতিতে চালিয়ে আসে। এ সময় আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত শহীদ গাজীর ছেলে রেজাউল করিম (৪৫) এবং পাইকগাছার গদাইপুরে চেঁচুয়া গ্রামের মৃত সরৎ গাজীর ছেলে মিঠু গাজী (৪০) আহত হয়। আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

ওসি এমদাদুল হক শেখ জানান, গাড়ীটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।