Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

সাংবাদিক আরিফুলকে নির্যাতনের প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন মিডিয়ামাদারীপুর

সাংবাদিক আরিফুলকে নির্যাতনের প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে অমানুষিক নির্যাতনের  প্রতিবাদে ও কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভিনের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে কালকিনি প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কালকিনি প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম মিলন, কালকিনি মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক জাফরুল হাসান, সহসভাপতি মোঃ সেন্টু তালুকদার, সাংবাদিক নাসিরউদ্দিন ফকির লিটন, হারুন অর রশিদ, আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আবদুল মালেক ও উপজেলা তাতীলীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর