Opu Hasnat

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার ২০২০,

কালকিনিতে নদী থেকে শিশুর লাশ উদ্ধার নারী ও শিশুমাদারীপুর

কালকিনিতে নদী থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম রমজান ব্যাপারী (৬)। সে উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকার বিল্লাল ব্যাপারীর ছেলে। শনিবার (১৪ মার্চ) রাতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকার পালরদী নদী থেকে ওই শিশুটির মরহেদ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশেই একটি খোলা মাঠে রমজান তার বন্ধুদের সাথে খেলা করছিল। সন্ধ্যার আগে সবাই বাড়ি চলে গেলে রমজান একা একা নদীতে হাত-পা ধুতে নামে। পড়ে পা পিছলে রমজান পালরদী নদীর তলদেশে চলে যায়। রমজান বাড়িতে না ফিরলে তার স্বাজনরা তাকে খুঁজতে বের হয়। পরে স্বজনরা নদীতে ভাসমান অবস্থায় রমজানের লাশটি উদ্ধার করে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি। পরে ওই নদীতেই তার লাশ ভেসে ওঠে।