Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

ই ফাইলিং সেরাদের সেরা ফরিদপুর জেলা প্রশাসন ফরিদপুর

ই ফাইলিং সেরাদের সেরা ফরিদপুর জেলা প্রশাসন

ইলেকট্রনিক ফাইলিং (ই ফাইলিং) এ দেশের সেরা স্থান অধিকার করেছে ফরিদপুর জেলা প্রশাসন। শুধূ সেরাই নয়, সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। বুধবার দেশব্যাপী ইলেকট্রোনিক ফাইলিং এর ফলাফলে সেরাদের সেরা তালিকায় ফরিদপুর জেলা প্রশাসনের নাম প্রথম স্থানে উঠে আসে।

একসেস টু ইনফরমেশন (এ টু আই) সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসে দেশের সেরা ২৫ টি এ ক্যাটাগরির জেলার মধ্যে ২৫ হাজার ৯শত ৮৫ টি ডাক নিষ্পন্নের মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসন প্রথম স্থান অর্জন করে। একই সাথে ফরিদপুর জেলা প্রশাসনে স্ব উদ্যোগে সৃজিত নোটের সংখ্যা ৬ হাজার ৮ শত ৮৬ টি, ডাক থেকে সৃজিত নোট ৮ হাজার ৮ শত ৫৭ টি, নোটে নিষ্পন্ন ১১ হাজার ৯শত ২৮ টি, আন্ত:সিস্টেম পত্রজারিতে নিষ্পন্ন নোট ৪ হাজার ৯ শত ৩৯ টি, ইমেল ও অন্যান্যভাবে পত্রজারী ১ হাজার ৫২ টি।

গত বছরের ২৩ জুন ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন অতুল সরকার। প্রথম দিনেই তিনি জেলা প্রশাসনে কর্মরতদের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে ই ফাইলিং এর উপর গুরুত্বারোপ করেন। এরপর প্রতিনিয়তই এ বিষয়ে তিনি নিবিড় তদারকি করেন।  তার নিরলস প্রচেষ্টায় দেশের মধ্যে ই ফাইলিং র‌্যাংকিং এ সর্ব নিম্নের কাছাকাছি থেকে উপরে উঠতে থাকে ফরিদপুর জেলা প্রশাসন। ফলশ্রুতিতে গত কয়েক মাস ই ফাইলিং এ দ্বিতীয় থাকলে ফেব্রুয়ারি মাসের ফলাফলে ‘এ ক্যাটাগরি’ ২৫ টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে।