Opu Hasnat

আজ ৭ এপ্রিল মঙ্গলবার ২০২০,

করোনা নিয়ে দুর্নীতি করবেন না : মোমিন মেহেদী রাজনীতি

করোনা নিয়ে দুর্নীতি করবেন না : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনা নিয়ে দুর্নীতি করবেন না। গণমাধ্যম বলছে- এরই মধ্যে দুর্নীতির প্রথম পর্ব সম্পন্ন করেছে সমাজসেবা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা। আর মন্ত্রী-এমপি-আমলারা রাজনীতিকে কাজে লাগিয়ে অহরহ দুর্নীতি করেই যাচ্ছে। এমন নীতি থেকে সরে না আসলে সারাদেশে সোচ্চার জনগন বায়ান্ন-একাত্তর এবং নব্বইয়ের মত অবিরত রাজপথে নামতে বাধ্য হবে। আর তারা একবার রাজপথে প্রতিবাদের জন্য-প্রতিহত করার জন্য নামলে যত শক্তিধরই হোক, পতন অনিবার্য হবে সকল দুর্নীতিবাজের। 

১১ মার্চ বেলা সাড়ে ১১ টায় জাতীয় জাদুঘরের সামনে করোনা ভাইরাস-সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচীতে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার হাবিব চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, সদস্য খুশি করিম, নরেন্দ্র ঋষি প্রমুখ উপস্থিত ছিলেন।